এ বি এন এ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার নির্বাচনের নামে তামাশা করছে। বিনা ভোটে নির্বাচিতরা আজ সংসদে বসছে, আর বিরোধীদলের নির্বাচিত ‘মেয়র-উপজেলা’ চেয়ারম্যানদের চেয়ারে বসতে দেয়া হচ্ছে না।
রবিবার দুপুরে নগরীর একটি হোটেলে খুলনা মহানগর বিএনপি আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত্ বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, আমরা গণতন্ত্রের নামে সরকারের তামাশার খেলা আর খেলতে দিতে পারি না। জনগনকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হঁটিয়ে জনগণের সরকার কায়েম করতে হবে।
তিনি বলেন, সরকারের একজন উপদেষ্টা ও সম্মানিত নাগরিকের বাংলাদেশ ব্যাংকের লুটের টাকার সম্পর্ক আছে কি-না তা নিয়ে যখন ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে, তখনই দিল্লিতে আসলাম চৌধুরীর সঙ্গে মোসাদের সম্পর্ক সামনে নিয়ে আসা হয়েছে। যাতে বাংলাদেশ ব্যাংকের লুটের টাকার কথা মানুষ ভুলে যায়। এখন মানুষ বিবিসির মাধ্যমে জানতে পেরেছে, আসলাম চৌধুরীরও দুইমাস আগে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে মোসাদের সেই ব্যক্তির সঙ্গে বৈঠক হয়েছিল। এখন উনারা এটাকে ‘নাটক’ সাজাতে চাচ্ছেন। উনারা বৈঠক করলে ‘নাটক’ আর আমাদের কারো সঙ্গে বৈঠক হলে সেটা ‘ষড়যন্ত্র’। ভারতে বসে বিএনপির কেউ ষড়যন্ত্র করবে, তা কেউ বিশ্বাস করবে না।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ. জেড. এম জাহিদ হোসেন, এম. নূরুল ইসলাম, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, অ্যাডভোকেট গাজী আব্দুল বারী, অধ্যক্ষ মাজহারুল হান্নান, অধ্যাপক আব্দুল মান্নান, অধ্যাপক ড. রেজাউল করিম প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু।