
এবিএনএ : আগামী রমজান মাসে অফিস সকাল নয়টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত সময় নির্ধারণ করেছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহম্মদ শফিউল আলম সাংবাদিকদের এই তথ্য জানানো হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, এবারের রোজায় সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রোজার সময় নয়টা-সাড়ে তিনটা সূচিতে চলবে। বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত থাকবে জোহরের নামাজের বিরতি।
আর সুপ্রিম কোর্ট, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো নিজেদের সুবিধা অনুযায়ী অফিসসূচি ঠিক করে নেবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার রোজার সূচি বৈঠকে উপস্থাপন করলে মন্ত্রিপরিষদ তাতে সম্মতি দেয়।
Share this content: