শপথ নিলো ইমরানের নতুন মন্ত্রিসভা

এবিএনএ: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ২১ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছেন। আজ সোমবার স্থানীয় সময় সকালে দেশটির প্রেসিডেন্ট মামনুন হুসেনের বাসভবনে নতুন মন্ত্রিসভা শপথ নেন। নব্গঠিত এ মন্ত্রিসভায় ১৬ জন মন্ত্রী ও পাঁচজন উপদেষ্টা রয়েছেন।দেশটির সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের মন্ত্রিসভার সদস্যদের এক-তৃতীয়াংশ সাবেক মন্ত্রী ছিলেন। তারা ১৯৯৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে সাতজন সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফের আমলে ও দুইজন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সরকারের মন্ত্রী হিসেবে কাজ করেছেন। ১৬টি মন্ত্রণালয়ের মধ্যে ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের মিত্রদেরকে ছয়টি মন্ত্রণালয় দেওয়া হয়েছে। আসাদ ওমরকে অর্থমন্ত্রী, পিটিআই ভাইস-চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশিকে পররাষ্ট্র মন্ত্রণালয়, খায়বার-পাখতুনখোয়ার সাবেক মুখ্যমন্ত্রী পারভেজ খাট্টাককে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ড. শিরিন মাজারিকে মানবাধিকার বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
Share this content: