এ বি এন এ : লজ্জা থাকলে সেলিম ওসমান আগামী সংসদ অধিবেশনে যাবেন না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রোববার (২২ মে) দুপুরে লাঞ্ছিত শিক্ষখ শ্যামল কান্তি ভক্তের চিকিৎসার খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে উপস্থিত হলে এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘মানুষ গড়ার করিগরের সাথে এ ধরনের আচরণ আমাদের জন্য লজ্জার। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে।’
তিনি আরো বলেন, ‘ সেলিম ওসমানের যদি লজ্জা থাকে আগামী বাজেট অধিবেশনে সংসদে তিনি অংশ নেবেন না।’
এর আগে স্বাস্থ্যমন্ত্রী ঢামেকের নতুন ভবনের ১০৭ নম্বর কেবিনে শ্যামল কান্তি ভক্তকে দেখতে যান। সেখানে ওই শিক্ষকের স্ত্রী সবিতা হালদারও উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, ‘চিকিৎসার ব্যাপারে কোনো ত্রুটি হবে না। নিরাপত্তার বিষয় নিয়েও দুশ্চিন্তা করবেন না।’
পরে শ্যামল কান্তি ভক্তের চিকিৎসায় যেন কোনো প্রকার ত্রুটি না হয় সে বিষয়ে সার্বক্ষণিক নজর রাখতে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এনামুল করিমসহ অনান্য চিকিৎসকদের নির্দেশনা দেন মন্ত্রী।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিমের সাথে আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের পরিচালক ব্রি. জে. মিজানুর রহমান, বিএমএ মহাসচিব ইকবাল, ঢামেকের সহকারী পরিচালক (প্রশাসন) ড. এ এ গফুর প্রমুখ।