খেলাধুলালিড নিউজ

রংপুর রাইডার্সকে ৯ রানে হারাল খুলনা

এবিএনএ : বিপিএলের ২৫তম ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে খুলনা টাইটান্স। শুক্রবার দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় দল দুটি।  টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করেছে খুলনা। জয়ের জন্য ১৫৯ রানের রানের লক্ষে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করতে পারে রংপুর। ফলে ৯ রানে জয় পায় খুলনা।
রংপুরের পক্ষে ক্রিস গেইল ১৬, ব্রেন্ডান ম্যাককালাম ২, মোহাম্মদ মিথুন ৩, রবি বোপারা ৫৯, ফজলে মাহমুদ ৬, নাহিদুল ইসলাম ৫৮  রান সংগ্রহ করেন। এর আগে ব্যাটিংয়ে নেমে খুলনার পক্ষে নাজমুল হোসেন শান্ত ২০, রাইলি রুশো ১১, আফিফ হোসেন ৯, মাহমুদউল্লাহ ৫৯, নিকোলাস পুরান ১৬, আরিফুল হক ১৬ ও কার্লোস ব্রেথওয়েট ১১ রান করেন।
বোলিংয়ে মাশরাফি বিন মুর্তজা ৩২ রান দিয়ে এক উইকেট, সোহাগ গাজী ৩০ রান দিয়ে এক উইকেট, রুবেল হোসেন ৩৫ রান দিয়ে তিন উইকেট, থিসারা পেরেরা ৩০ রান দিয়ে এক উইকেট ও লাসিথ মালিঙ্গা ২৭ রান দিয়ে দুই উইকেট দখল করেন।

Share this content:

Related Articles

Back to top button