আমেরিকা

ট্রাম্পের জন্মদিনে সামরিক কুচকাওয়াজ আয়োজনের ঘোষণা যুক্তরাষ্ট্রের

এবিএনএ:  মার্কিন সেনাবাহিনীর প্রতিষ্ঠার ২৫০তম বার্ষিকী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৭৯তম জন্মদিন উপলক্ষে আগামী ১৪ জুন একটি বড় পরিসরের সামরিক কুচকাওয়াজ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২ মে) হোয়াইট হাউস থেকে এ ঘোষণা দেওয়া হয়।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানান, ট্রাম্প এই কুচকাওয়াজের মাধ্যমে আমেরিকার প্রবীণ, কর্তব্যরত সেনা সদস্য এবং সামরিক ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানাবেন।

মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র হিদার হ্যাগান জানান, কুচকাওয়াজের পাশাপাশি ন্যাশনাল মলে আতশবাজি এবং উৎসবের আয়োজন থাকবে। ২৫০তম বর্ষপূর্তিকে স্মরণীয় করে তুলতে সেনাবাহিনী অতিরিক্ত সামরিক সরঞ্জাম প্রদর্শন এবং জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে।

হ্যাগান আরও জানান, কুচকাওয়াজে প্রায় ১৫০টি সামরিক যান, ৫০টি যুদ্ধবিমান এবং ৬৬০০ সৈন্য অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, ট্রাম্প ২০১৭ সালে ফ্রান্সের বাস্তিল দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নেওয়ার পর ওয়াশিংটনেও এমন একটি কুচকাওয়াজের ধারণা দেন। তবে পেন্টাগনের আপত্তি এবং প্রায় ৯২ মিলিয়ন ডলারের সম্ভাব্য ব্যয় ও রাস্তাঘাটের ক্ষতির আশঙ্কায় সেটি বাস্তবায়ন হয়নি।

ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার এবারও সামরিক ট্যাঙ্ক ব্যবহারে উদ্বেগ জানিয়ে বলেন, ‘আমাদের রাস্তায় ট্যাঙ্ক চললে সেগুলো মেরামতের খরচও বাহিনীকে বহন করতে হবে।’

যুক্তরাষ্ট্রে সর্বশেষ বড় সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের বিজয় উদযাপন উপলক্ষে।

এই আয়োজনের ঘোষণা এসেছে এমন এক সময়ে, যখন ট্রাম্প দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস (৮ মে) এবং ভেটেরান্স ডে (১১ নভেম্বর) পুনঃনামকরণের ঘোষণা দিয়েছেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে লেখেন, “আমরা জয় পেয়েছি, কিন্তু উদযাপন করি না। কারণ, এখন আর আমাদের সেই ধরনের নেতা নেই।”

Share this content:

Back to top button