ভারতের কাছে প্রমাণ চাইছে পাকিস্তান

এবিএনএ: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে দায়ী করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার এক টেলিভিশন বক্তৃতায় ওই হামলার জন্য পাকিস্তান জড়িত বলে ভারত যে অভিযোগ তুলেছে তিনি তার ‘প্রমাণ দেখাতে বলেছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় দেশটির কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর (সিআরপিএফ) ৪০ সদস্যের প্রাণহানির ঘটনা ঘটে। এর পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে কাশ্মিরের নাগরিকদের হেনস্থা, তাদের উপর অত্যাচারের নানা ঘটনা সামনে এসেছে। পুলওয়ামা-কাণ্ড ভারত-পাকিস্তান সম্পর্ক ফের জটিল করে তুলেছে।
পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ ওই হামলার দায় স্বীকার নিয়েছে। তবে সরকারিভাবে কোনও মন্তব্য আসেনি এ ব্যাপারে। বিষয়টি নিয়ে মঙ্গলবারই প্রথম আনুষ্ঠানিকভাবে মুখে খোলেন ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, কোনও তথ্য প্রমাণ ছাড়া ভারতে এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করা বন্ধ করতে হবে। যদি তাদের কাছে এ হামলায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ থাকে তবে সেগুলো তারা আমাদের কাছে উপস্থাপন করুক। ভারত যদি আক্রমণ করে তবে পাকিস্তানও পাল্টা প্রতিশোধ নেবে। পরষ্পরকে দোষারোপ করা বাদ দেওয়ার আহ্বান জানিয়ে ইমরান খান বলেন, একমাত্র দুইপক্ষের আলোচানই পারে এর সমাধান করতে।
পুলওয়ামায় জঙ্গি হামলার পর সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, পুলওয়ামা-কাণ্ড বুঝিয়ে দিয়েছে আলোচনার রাস্তা বন্ধ। সন্ত্রাসবাদী ও তার মদদদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বশক্তিকে এখন একজোট হতে হবে। এরপরই বিষয়টি নিয়ে জল ঘোলা হতে থাকে আরও। মঙ্গলবার জঙ্গিদের পাশাপাশি কাশ্মীরের সাধারণ নাগরিকদেরও কঠোর বার্তা দেয় ভারতীয় সেনাবাহিনী। কাশ্মীরে কেউ অস্ত্র হাতে তুলে নিলেই তাকে গুলি করা হবে এমন নির্দেশ দেয় তারা। এমন পরিস্থিতিতে অবশেষে টেলিভিশনে দেওয়া বক্তব্যে হামলা ও দুই দেশের মধ্যকার সাম্প্রতিক সমস্যা নিয়ে কথা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
Share this content: