এ বি এন এ : রাজধানী ও গাজীপুরে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ শনিবার বিকেল থেকে বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীতে ৬ ও গাজীপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করতে সরকারের নির্বাহী আদেশ শনিবার বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগারে পৌঁছেছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার নাসির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।