লাইফ স্টাইললিড নিউজ

মেকআপ পরিষ্কার না করলে ত্বকের যে ক্ষতি হয়

এবিএনএ : বিয়ে কিংবা পার্টিতে খুব সেজেগুঁজে নিজেকে উপস্থাপন করতে চান বেশিরভাগ নারীই। আর সেজন্য দ্বারস্থ হতে হয় মেকআপের। কারণ আপনার কাঙ্ক্ষিত লুকটি দিতে পারে কেবল মেকআপই। সুন্দর করে মেকআপ করলেন। সবার প্রশংসাও কুড়ালেন। কিন্তু রাতে বাড়িতে ফিরে অলসতার কারণে মেকআপ তুলতে বেমালুম ভুলে গেলেন। ভাবছেন, কী-ই বা হবে! বিষয়টি কিন্তু মোটেই হেলাফেলার নয়। কারণ মুখে সারারাত বাসি মেকআপ নিয়ে ঘুমালে তা আপনার ত্বকের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে! মানতে রাজি নন? তাহলে জেনে নিন-

ব্লাকহেডস
ব্লাকহেডস আমাদের ত্বকের জন্য যথেষ্ট অস্বস্তির কারণ। মেকআপ পরিষ্কার না করলে পোর বন্ধ হয়ে যাবে এবং জন্ম হবে ব্লাক হেডসের। ব্লাক হেডস থেকে দূরে থাকতে চাইলে মেকআপ নিয়মিত পরিষ্কার করুন।

makup

ব্রণ
ব্রণে ভয় পান? ত্বকের বড় শত্রু এই ব্রণকে ভয় না পাওয়ার কোনো কারণ অবশ্য নেই। মেকআপ ঠিকভাবে পরিষ্কার না করলে আরো যে সমস্যাগুলো হতে পারে তার একটি হলো ব্রণ।

Share this content:

Back to top button