আমেরিকালিড নিউজ

যুক্তরাষ্ট্রে মাস্ক পরতে বলায় দোকানীকে গুলি করে হত্যা

এবিএনএ : করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বিশ্বব্যাপী মাস্ক ব্যবহারে সচেতন কার্যক্রম চলছে। অথচ সেই সচেতনতামূলক কাজটি করতে গিয়েই প্রাণ হারালেন এক দোকানের ক্যাশিয়ার। গতকাল সোমবার (১৪) ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে।

No description available.জানা যায়, এ ঘটনায় হামলাকারীসহ দোকানের এক প্রহরীও গুরুতর আহত হয়েছে। হামলাকারীর নাম ভিক্টর টাকার। দোকানে মাস্ক ছাড়াই সে প্রবেশ করেছিলো। দায়িত্বরত ক্যাশিয়ার তাকে মাস্ক পরিধান করতে বলার পরেই শুরু হয় বাক-বিতণ্ডা। এক পর্যায়ে ওই ক্যাশিয়ারকে গুলি করে টাকার। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ক্যাশিয়ারের। দোকানে গুলি চালানোর পর হামলাকারীকে ঠেকাতে ভেতরে প্রবেশ করেন প্রহরী। এসময় তাকেও গুলি করে টাকার। কিন্তু গায়ে বুলেট ভেস্ট থাকায় প্রাণে বেচে যান তিনি। এসময় তাদের মধ্যে গুলি বিনিময়।
স্থানীয় পুলিশ জানায়, গোলাগুলির ঘটনায় দোকানের ক্যাশিয়ার নিহত হয়েছে। এছাড়া হামলাকারী ও প্রহরী আহত হয়েছে। তারা দুইজন আটলান্টার মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে।

Share this content:

Back to top button