এবিএনএ : কোন নারী চাইলেই তার একক সিদ্ধান্তে গর্ভপাত করাতে পারবে না আমেরিকার ওকলাহামা রাজ্যে। কোন নারী যদি গর্ভপাত করাতে চায় তাহলে তার সঙ্গীর অনুমতি লাগবে। এ সংক্রান্ত আইনের বিলটিতে বলা হয়েছে, কোন ডাক্তার গর্ভপাত করার আগে সংশ্লিষ্ট নারীর কাছ থেকে তার সঙ্গীর দেওয়া লিখিত অনুমতির প্রয়োজন হবে। বিবিসির খবরে বলা হয়, অনেকে অবশ্য এ ধরনের বিলের সমালোচনা করছেন। আমিরেকায় ১৯৭৩ সালে গর্ভপাত বৈধ করা হয়েছে। কিন্তু এর পক্ষে-বিপক্ষে দেশটিতে তীব্র মতপার্থক্য আছে।
ওকলাহোমার আইন-প্রণেতারা এমন এক সময়ে এ ধরনের বিল নিয়ে অগ্রসর হচ্ছেন, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে গর্ভপাত বিরোধী আন্দোলন জোরদার হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প এমন কথাও বলেছিলেন যে, যেসব নারী গর্ভপাত করাবে তাদের শাস্তি হওয়া উচিত। এছাড়া একজন গর্ভপাত বিরোধী বিচারক নিয়োগের কথাও বলেছিলেন ট্রাম্প। তবে ওকালাহামা রাজ্যে যে বিলটি অগ্রসর হচ্ছে, সেখানে ধর্ষিতা এবং যৌন নিপীড়নের শিকার নারীদের গর্ভপাতের ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হয়েছে। এ বিলটি সামনে এনেছেন ওকলাহোমার আইন-প্রণেতা জাস্টিন হামফ্রে।
যেসব নারী গর্ভপাত করাতে চায়, তাদের উদ্দেশ্য করে বলেন হামফ্রে বলেন, আপনি যখন কোন সম্পর্কে জড়াতে যাচ্ছেন, তখন আপনি জানেন যে এটা হতে পারে। সেজন্য আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নিন যাতে আপনি গর্ভবতী না হোন। ওকলাহোমা রাজ্যে গর্ভপাত বিরোধী বিভিন্ন ধরনের কড়া বিধি-নিষেধ আছে। ধারণা করা হচ্ছে, নতুন উত্থাপিত এ বিলটি এ বছরের শেষের দিকে ভোটে দেয়া হবে।