এ বি এন এ : যশোর-ঝিনাইদহ সড়কের শানতলায় শনিবার এক সড়ক দূর্ঘনায় মাসুদুর রহমান (৪০) নামে একজন নিহত হয়েছেন। তিনি যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিদর্শক ছিলেন।
হাসপাতালসূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে তার বাড়ি থকে যশোর আসার পথে যশোর- ঝিনাইদহ সড়কের শানতলা নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক ও একটি বাসের মাঝখানে চাপা পড়েন। স্থাণীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে।