এ বি এন এ : কিছুদিন পরপরই ‘আসল বিএনপি’র জনাবিশেক কর্মী দল সংস্কারের দাবি নিয়ে মূল বিএনপির নয়াপল্টনের কার্যালয়ের দখল নিতে যায়। কিন্তু প্রতিবারই মূল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধাওয়ায় টিকতে না পেরে ‘আসল বিএনপি’র কর্মীরা পালিয়ে যায়।
আজ মঙ্গলবার দুপুরেও নয়াপল্টনে একই ঘটনা ঘটেছে। দুপুর ১টার দিকে বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ‘আসল বিএনপি’র ১৫ থেকে ২০ জনের একটি দল ব্যানার নিয়ে মহড়া দেয়। ওই ব্যানারে লেখা ছিল- ‘বিএনপির পাঁচটি অসুখ সারাতে দলীয় বিপ্লবের তৃতীয় মহড়া। জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত বসবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।’
আসল বিএনপির প্রতিষ্ঠাতা কামরুল ইসলাম নাসিমের এমন দাবি সম্বলিত ব্যানার নিয়ে তার অনুসারীরা কাকরাইল মোড় দিয়ে বিএনপি কার্যালয়ের উল্টো দিকে ভিআইপি টাওয়ারের সামনে আসে। পরে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে নাসিমের অনুসারীরা পাশের গলি দিয়ে পালিয়ে যায়। ফলে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।