এবিএনএ : গণমাধ্যম, সামাজিক মাধ্যম কিংবা প্রচার প্রচারণা দেখলে মনে হবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী মোটে দুই জন। ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। আদতেই তা নয়। এরা ছাড়াও আরও প্রার্থী আছেন। কিন্তু তাদের সংখ্যা কত? শুনলে সবাই অবাক হতে বাধ্য। এই দুই প্রার্থীর পাশাপাশি মার্কিন নির্বাচনে লড়ছেন আরও ২৫ জনের মতো প্রার্থী।
আমেরিকার রাজনীতিতে ডেমোক্রেট এবং রিপাবলিকানরাই বেশি প্রভাবশালী। তবে এই দুই দলের বাইরেও আরও অনেক দল আছে। সেসব দলগুলোই এসব প্রার্থী দিয়েছে। কেউ কেউ আবার স্বতন্ত্র অবস্থানে থেকে নির্বাচন করছেন। এসব প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লিবার্টেরিয়ান দলের প্রার্থী নিউ মেক্সিকোর প্রাক্তন গভর্নর গ্যারি জনসন। তিনি জিতলে ভাইস প্রেসিডেন্ট কে হবেন তাও ঠিক করে রেখেছেন। তিনি হলেন উইলিয়াম ওয়েল্ড।
হিলারি ও ট্রাম্পের পাশাপাশি নির্বাচনে লড়ছেন গ্রিন পার্টির প্রতিনিধি জিল স্টেনও। তিনি জিতলে ভাইস প্রেসিডেন্ট হবেন আজামু বারাকা। নির্বাচনে শুধু খাতা কলমেই এসব প্রার্থী লড়ছেন, তা নয়। র্যালি করছেন, সমালোচনা করছেন প্রতিপক্ষের। টাকা খরচ করেই প্রচারণাও ভালোই চালাচ্ছেন। হার-জিত যেটাই আসুক শুরু থেকে ডেমোক্রেট, রিপালিকানদের শক্তির সঙ্গে কাঁধে কাঁধ লাগিয়ে তারাও যে লড়ছেন, সেটার প্রশংসা তো করতেই হবে।