এ বি এন এ : শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহ্বায়ক ও নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, জঙ্গি ও জঙ্গিবাদ ভীতি দূর করে সমাজে আলো জ্বালিয়ে এদেশে সাধারণ মানুষের মন আলোতে উদ্ভাসিত করে দেব।
তিনি বলেন, জঙ্গি এবং জঙ্গিবাদ এ দেশের মানুষের গোদের উপর বিষ ফোড়া। এ বিষ ফোড়া কেটে ফেলতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
বুধবার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ সরকারী কর্মচারী কল্যাণ ফেডারেশন আয়োজিত ‘রুখে দাও জঙ্গিবাদ- রুখে দাড়াও বাংলাদেশ’ শীর্ষক পতাকা মিছিল পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী।
বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদদের ভাইস প্রেসিডেন্ট ইসমত কাদির গামা, চিত্র পরিচালক রোকেয়া প্রাচী, সংগঠনের প্রধান উপদেষ্টা সাহাবউদ্দিন, সংগঠনের মহাসচিব মহম্মদ হেদায়েত হোসেন ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোশফিকুল ইসলাম। এতে সভাপািতত্ব করেন সরকারী কর্মচারী কল্যান ফেডারেশনের সভাপতি মো: ওয়ারেছ আলী।