বিনোদন

মাদক সম্রাজ্ঞী লোপেজ!

এ বি এন এ : গায়িকা হিসেবে খ্যাতি তার বিশ্বজুড়ে। অভিনয়ে বেশ দক্ষতার সাক্ষর রাখছেন। বিভিন্ন ছবিতে তাকে একাধিক চরিত্রে দেখা গেছে। দর্শকপ্রিয়তাও পেয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার কলম্বিয়ার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী গ্রিসেল্ডা ব্ল্যাঙ্কোর ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন গায়ক ও অভিনেত্রী জেনিফার লোপেজ। এইচবিও টেলিভিশনের জন্য নির্মাণাধীন একটি ছবিতে লোপেজকে এমন চরিত্রে দেখা যাবে। নাম ঠিক না হওয়া ছবিটির গল্পে ব্ল্যাঙ্কোর উত্থান-পতন তুলে ধরা হবে। কোকেন গডমাদার হিসেবে পরিচিত ছিলেন তিনি। সত্তর ও আশির দশকে আমেরিকায় মাদক বাণিজ্যে বিপ্লব ঘটে তার হাত ধরে। এ সময় ২০০ জনকে খুনের নির্দেশ দিয়ে কুখ্যাতি পান তিনি। ১৯৮৫ সালে ক্যালিফোর্নিয়ায় তার নিজের বাড়ি থেকে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অধীন ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা ড্র্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) প্রতিনিধিরা আটক করে। জানা গেছে লোপেজ ছবিটিতে নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করবেন।

Share this content:

Back to top button