জাতীয়বাংলাদেশলিড নিউজ

‘সাংবাদিকরা উন্নয়ন সহযোগী, তাদের সঙ্গে ভুল বোঝাবুঝির অবকাশ নেই’

এবিএনএ : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সাংবাদিকরা আমাদের উন্নয়ন সহযোগী। সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব নিয়ে কেউ যেন পানি ঘোলা না করতে পারে এবং সরকারের সঙ্গে সাংবাদিকদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক নষ্ট করতে না পারে, সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, ‘ব্যাংক হিসাব তলব নিয়ে তাদের (সাংবাদিক) সঙ্গে কোনোভাবেই ভুল বোঝাবুঝির অবকাশ নেই। আমি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে বিষয়টা দেখছি।’ বুধবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। সম্প্রতি বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করা হয়েছে। এ বিষয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে সচিবালয়ে যান সাংবাদিক নেতারা।

এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব মো. আব্দুল মজিদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালীন নোমানী ও সাধারণ সম্পাদক মশিউর রহমান খান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button