,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

মতিঝিল-গুলিস্তান-রমনায় হকার উচ্ছেদ অভিযান শুরু

এবিএনএ : রাজধানীর মতিঝিল এলাকা থেকে হকার উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানটি দক্ষিণ সিটি কর্পোরেশনের মতিঝিল, গুলিস্তান ও রমনা এলাকায় পরিচালিত হবে।
রোববার বেলা ২টা থেকে ডিএসিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুশ সোয়েবের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানে ঢাকা মট্রোপলিটন পুলিশের বিপুলসংখ্যক সদস্য রয়েছেন।
উচ্ছেদ অভিযান চালানো হবে- সকালেই এমন খবর শুনে হকাররা নিজ দায়িত্বে তাদের মালামাল সরিয়ে নিতে শুরু করেন। সকাল থেকে পুরো এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের অবস্থান দেখা গেছে। এছাড়া পুলিশের জলকামান, কাভার্ড ভ্যান ও সিটি কর্পোরেশনের নিজস্ব অ্যাম্বুলেন্সও দেখা গেছে সেখানে।
এর আগে গত ১১ জানুয়ারি দুপুরে নগর ভবনে হলিডে মার্কেট চালু ও হকার সমস্যা নিয়ে হকার নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে মেয়র রোববার থেকে গুলিস্তান, মতিঝিল ও রমনা এলাকায় কোনো হকার বসতে দেয়া হবে না বলে ঘোষণা দেন। ঘোষণা মতে, রোববার যারা সড়ক ছাড়েনি তাদের বিরুদ্ধে অভিযান চালানোর প্রস্তুতি নেয়া হয়।
এদিকে গুলিস্তান ও তার আশপাশের এলাকায় হকার উঠে যাওয়ায় পুরো এলাকা ফাঁকা দেখা গেছে।

Share this content:

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Editor : Khondoker Niaz Ikbal
Executive Editor : Mehedi Hasan
E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag, 2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka. Usa. Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited