জাতীয়বাংলাদেশলিড নিউজ

সুন্দরবনে চতুর্থ দফায় আগুন

এবিএনএ : এক মাসের ব্যবধানে সুন্দরবনে চতুর্থ বারের মতো আগুন লেগেছে। আজ বুধবার বিকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধান সাগর স্টেশনের নাংলি এলাকায় এই আগুন লাগে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাচ্ছেন।

এর আগে গত ১৮ এপ্রিল তৃতীয় দফায় আগুন লাগে চাঁদপাই রেঞ্জের নাংলী এলাকার সনবনে। এরও আগে ১৩ এপ্রিল বুধবার সকালে চাঁদপাই রেঞ্জের ধানসাগর এলাকার আব্দুলার ছিলা শেষ প্রান্তে আগুন লাগে। গত ২৮ মার্চ রবিবার সন্ধ্যায় সুন্দরবনের নাংলী এলাকার প্রথম দফায় আগুন লাগে। সুন্দরবনে মধু আহরণ মৌসুম চলমান থাকায় জেলে বাওয়ালী বা মৌয়াদের ফেলে দেয়া আগুন থেকে এই আগুন লাগতে পারে বলে ধারণা করা হয়। গত তিন দফার এই আগুনে জাতীয় প্রাকৃতিক এই সম্পদের বেশ ক্ষয়ক্ষতি হয়।

Share this content:

Related Articles

Back to top button