এ বি এন এ : ডালাসে সাবেক কৃষ্ণাঙ্গ সেনা কর্মকর্তার গুলিতে পাঁচ পুলিশ নিহত হওয়ার ঘটনার এক সপ্তাহ পার হবার আগেই আবারো বন্দুকধারীর গুলিতে নিহত হলেন ৩ পুলিশ। যুক্তরাষ্ট্রের ব্যাটন রুজে এই ঘটনা ঘটে। এই হামলায় বেশ কয়েকজন পুলিশ আহত হন এবং হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়।
কি কারণে হামলা করা হয়েছিল তা এখনও নিশ্চিত করতে পারেনি রাজ্যের পুলিশ বিভাগ। তবে ধারণা করা হচ্ছে কৃষ্ণাঙ্গ-শ্বেতঙ্গ দ্বন্দ্বের কারণেই এই হামলা হয়ে থাকতে পারে।
সম্প্রতি পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ হত্যা নিয়ে আন্দোলন চলছে যুক্তরাষ্ট্র জুরে। এ সময় ডালাসে সাবেক এক সেনা কর্মকর্তা ৫ পুলিশ সদস্যকে স্নাইপার দিয়ে গুলি করে হত্যা করে। এই ব্যক্তি আরো শ্বেতাঙ্গ পুলিশ হত্যার আহ্বান জানায়।
এদিকে এই হামলার পর দেয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, পুলিশের ওপর হামলা যুক্তরাষ্ট্রে আমাদের সবার ওপর হামলা। এ সময় তিনি দেশের মানুষকে শান্ত থাকার আহ্বান জানান।