এ বি এন এ : গত ২২ জুলাই ২০১৬ ইং বিকাল ৪ ঘটিকায় ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে ‘বাংলাদেশ অনলাইন মিডিয়া এ্যাসোসিয়েশন’ (বিওএমএ)-এর আহ্বায়ক কমিটির এক বিশেষ জরুরী সভা সংগঠনের আহ্বায়ক আলতাফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদকে আহ্বায়ক এবং সিনিয়র সাংবাদিক জীবন ইসলামকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুর্ণগঠন করা হয়। গঠিত এই কমিটি আগামী ডিসেম্বর ২০১৬ইং-এর মধ্যে ‘বাংলাদেশ অনলাইন মিডিয়া এ্যাসোসিয়েশন’ (বিওএমএ)-এর নির্বাচন সম্পন্ন করবে।
পুর্ণগঠিত আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- কো-আহ্বায়ক- লতিফুল বারী হামিম, যুগ্ম আহবায়ক- সৌমিত্র দেব, আ ক ম রুহুল আমিন, ইব্রাহিম খলিল খোকন, শরীফ মোঃ মাসুম ও নাজমা আক্তার, সদস্য- জয়ন্ত আচার্য্য, আবুল হোসেন মজুমদার, সৈয়দ মুশফিকুর রহমান, রাসেদুল হাসান বুলবুল, ডা. অপূর্ব পন্ডিত, মীর রফিকুল ইসলাম, খান মোঃ নকিব, মোঃ লুৎফুর রহমান, লায়ন মোঃ সাইফুল ইসলাম সোহেল, মাঈন উদ্দিন চৌধুরী লিটন, কাজী চপল, কবীর চৌধুরী তন্ময়, হামিদ মোঃ জসিম, কামাল আহমদ এবং লাভলী হক।
উল্লেখ্য, পঁচিশ সদস্য কমিটির মধ্যে দু’জন সদস্যকে পরবর্তীতে কমিটির সর্বসম্মতিক্রমে অর্ন্তভুক্ত করা হবে।