এবিএনএ : ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে জঙ্গিবাদ সৃষ্টি করেছে। বাংলা ভাইও তাদের সৃষ্টি।
তিনি বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে দেশের কোনো উন্নয়ন করেনি। তবে তারা মানুষ খুনসহ নানা অপকর্ম করেছে। বুধবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ক্ষমতায় থেকে অগ্নিসন্ত্রাস, মেয়েদের ধর্ষণ করা, হাতুড়ি দিয়ে মানুষকে পেটানো এবং সংখ্যালঘুদের ওপর হামলা করেছে তাদের নেতারা।
আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী করার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানান আওয়ামী লীগ সভানেত্রী। তিনি বলেন, আমাদের ওয়াদা পূরণের মধ্য দিয়ে দেশের সাধারণ মানুষের উন্নতি হয়। ইতিপূর্বের কাউন্সিলের ঘোষণাপত্রও বাস্তবায়ন করে ফেলেছি। এবার আরও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেয়া হবে। সূচনা বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী আরও বলেন, আমাদের দল ঐতিহ্যবাহী দল। আমরা দেশের জন্য কাজ করি। মানুষের জন্য কাজ করি। এই চিন্তা চেতনা থেকেই আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করা।