আন্তর্জাতিকলিড নিউজ

বাজারে এলো রাশিয়ার করোনা ভ্যাকসিন

এবিএনএ : হঠাৎ করে করোনাভাইরাসের ভ্যাকসিনের ঘোষণা দিয়ে পুরো বিশ্বে হইচই ফেলে দিয়েছিল রাশিয়া। সমালোচনাও হয়েছিল বিস্তর, কিন্তু তাতে কর্ণপাত করেনি দেশটি। অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম এবং মানবদেহে নিরাপদ হওয়ায় স্পুটনিক-৫ এর প্রথম ব্যাচ সাধারণ মানুষের জন্য বাজারে এলো। রাশিয়ার গ্যামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এবং রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এদিকে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে কোথায় কীভাবে তারা ভ্যাকসিনটি বিতরণ করবে তার পরিকল্পনা করা হচ্ছে। রাশিয়া সরকারের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে জানানো হয়েছে, স্পুটনিক-৫ ভ্যাকসিন করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সক্ষম। প্রথম দুই ধাপের ট্রায়ালে সে প্রমাণ মিলেছে। ভ্যাকসিনের ডোজে মানুষের শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হচ্ছে।

Share this content:

Related Articles

Back to top button