এবিএনএ : শাহরিয়ার নাফীস, জন্ম ঢাকায় হলেও নিজেকে ‘বরিশালের ছেলে’ পরিচয় দিতে ভালোবাসেন। শেকড়টা যে সেখানেই। সেই শাহরিয়ারে ভর করে বরিশাল বুলস ছুটছে ভালোমতোই। এবারের বিপিএলে চার ম্যাচে তৃতীয় ফিফটি তুলে নিলেন শাহরিয়ার। আজ চিটাগং ভাইকিংসকে হারিয়ে চার ম্যাচে তৃতীয় জয় তুলে নিল বরিশালও।