জাতীয়বাংলাদেশলিড নিউজ

২৪ ঘণ্টায় আরও ২৬১ জনের মৃত্যু

এবিএনএ : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৬১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৫২ জন এবং নারী ১০৯ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৮৫ জন, বেসরকারি হাসপাতালে ৭২ জন এবং বাড়িতে ৩ জনের মৃত্যু হয়। এছাড়া একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ নিয়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ হাজার ৪১১ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৬৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৫ দশমিক ৬৫ শতাংশ। ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৬৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ২৬১ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব আটজন, ত্রিশোর্ধ্ব ১৫ জন, চল্লিশোর্ধ্ব ২৮ জন, পঞ্চাশোর্ধ্ব ৬৪ জন, ষাটোর্ধ্ব ৭৬ জন, সত্তরোর্ধ্ব ৪৪ জন, আশি বছরের বেশি বয়সী ১৬ জন এবং নব্বই বছরের বেশি বয়সী ৯ জন মারা গেছেন।বিভাগওয়ারি হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ১০১ জন, চট্টগ্রামে ৬১ জন, রাজশাহীতে আটজন, খুলনায় ৪৫ জন, বরিশাল ১২ জন, সিলেট বিভাগে সাতজন, রংপুর বিভাগে ১০ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৬ জনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button