জাতীয়বাংলাদেশলিড নিউজ

‘টোলের টাকা দিয়ে মহাসড়ক মেইনটেন্যান্স করতে হবে’

এবিএনএ : এখন থেকে মহাসড়কে টোল আদায় করা হবে এবং সেই টোলের টাকা দিয়ে যতটা সম্ভব মহাসড়ক মেইনটেন্যান্স করতে হবে। আর রাস্তার প্রকল্প অনেক পাস করা হয়েছে তাই যেগুলোর কাজ চলছে সেগুলো শেষ করেন তার পরে নতুন রাস্তা দেওয়া হবে এমন কথা বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে সড়ক ও জনপথ অধিদপ্তর আয়োজিত ‘মহাসড়কের লাইফ টাইম : চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, মহাসড়কে টোল আদায়ে অটোমেটেড মেশিন ব্যবহার করতে হবে যাতে করে সড়কে গাড়ি দাঁড় করাতে না হয়। বিদেশে এমন সিস্টেম রয়েছে। আমার কথা হচ্ছে বিদেশিরা পারলে আমরা কেন পারবো না। এ সময় উপস্থিত ছিলেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button