ব্রিটেনে বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব

এ বি এন এ : ব্রিটেনে জেনারেল সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন (জিসিএসই) পরীক্ষায় বরাবরের মতো প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে। বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসসহ ব্রিটেনের বিভিন্ন জায়গায় ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীরা এই ফলাফলে কৃতিত্বের ছাপ রেখেছেন।
২০০৮ সালের পর এবারের জিসিএসই পরীক্ষার ফলাফল সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এতে দেখা গেছে এ স্টার থেকে সি গ্রেডে ফলাফল পতন হয়েছে ৬৯% থেকে ৬৬.৯%। শুধু এ স্টার কমেছে ৬.৬% থেকে ৬.৫%। এই ফলাফলের জন্য ইংরেজি ও গণিতের খারাপ ফলাফলকে দায়ী করছেন অনেকেই।
বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেট এলাকার ব্রিটিশ বাংলাদেশি ছাত্রছাত্রীরা তুলনামূলক ভাবে অনেক ভালো করেছে। তাদের সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। সাম্প্রতিক বছরগুলোতে ইংরেজি ও অঙ্কসহ বিভিন্ন বিষয়ে ৫টির বেশি এ স্টার গ্রেড লাভের ক্ষেত্রে বারার জিসিএসই শিক্ষার্থীরা প্রতিবারই অতীতের রেকর্ড ছাড়িয়ে যায়।
টাওয়ার হ্যামলেটস’ বারার কৃতি শিক্ষার্থীদের সাফল্যে উল্লসিত নির্বাহী মেয়র ও কেবিনেট মেম্বররাও ল্যাংডন পার্ক স্কুলে গিয়েছিলেন ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাতে। ল্যাংডন পার্ক স্কুল থেকে এবার ১৬৬ জন জিসিএসই দিয়েছিলেন। তাদের অসাধারণ সাফল্যের কারণেই বারার মধ্যে বেস্ট পারফরমেন্স স্কুল হয়েছে ল্যাংডন পার্ক।
ফল হাতে পেয়ে বাঁধ ভাঙা আনন্দে মেতে ওঠা শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে যোগদেন নির্বাহী মেয়র জন বিগস এবং ডেপুটি মেয়র ও কেবিনেট মেম্বর ফর এডুকেশন অ্যান্ড চিলড্রেন্স সার্ভিসেস কাউন্সিল র্যাচেল স্যান্ডার্স।
স্কুলের এবারের ফলাফলের প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে যে এবার ইংরেজিতে এ থেকে সি গ্রেড লাভকারীর সংখ্যা ৮৮ শতাংশেরও বেশি, যা জাতীয় গড় ছাড়িয়ে গেছে। বিজ্ঞান বিভাগেও অগ্রগতির হার আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি।
Share this content: