এ বি এন এ : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
আজ শুক্রবার বিকেলে ডিআইজি প্রিজন (ঢাকা বিভাগ) গোলাম হায়দার বিষয়টি জানান।
ডিআইজি প্রিজন গোলাম হায়দার বলেন, প্রাণভিক্ষা না চাওয়ার বিষয়টি আমরা সরকারকে এখন জানাবো। পরে তারাই সিদ্ধান্ত নেবেন।
কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক শুক্রবার বলেন, প্রাণভিক্ষার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করবেন না মীর কাসেম। আমরা দুপুরে উনার কাছে গিয়েছি।
মীর কাসেমের আত্মীয়-স্বজনের কাছে খবর দেওয়া হবে কি না এ প্রশ্নে জেল সুপার বলেন, ‘এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয় নি।’