আন্তর্জাতিকবাংলাদেশ
৩৭ বছর বয়সী নারীর ৩৮ সন্তান!

এবিএনএ : উগান্ডায় ৩৭ বছর বয়সী এক নারী ৩৮ সন্তানের মা হয়েছেন। এ ঘটনা রীতিমতো হইচই ফেলে দিয়েছে। সৌভাগ্যবান ওই নারীর নাম মারিয়াম। তার বাড়ি মুকোনো জেলার কাবিমবিরি গ্রামে। মারিয়ামের সর্বশেষ সন্তানের বয়স ১০ মাস। ডেইলি মনিটর।
ঘটনা বিশ্বাস করতে কষ্ট হলেও সত্য। মারিয়াম ছয়বার যমজ সন্তানের জন্ম দিয়েছেন।
একসঙ্গে তিনটি করে সন্তান জন্ম দিয়েছেন চারবার। এ ছাড়া একসঙ্গে চারটি করে সন্তান জন্ম দিয়েছেন তিনবার। বাকি দুটি সন্তান সিঙ্গেল।
সন্তানদের মধ্যে ১২টি কন্যা, বাকিগুলো ছেলেসন্তান। সবচেয়ে বড় সন্তানের বয়স ২৩ বছর। মারিয়ামের বিয়ে হয় ১২ বছর বয়সে।
Share this content: