আন্তর্জাতিক

নিজের চরকায় তেল দিন: পশ্চিমাদের প্রতি এরদোয়ান

এ বি এন এ : তুরস্কে অভ্যুত্থান পরবর্তী সময়ে আঙ্কারার সঙ্গে সংহতি প্রকাশ করতে ব্যর্থ হওয়ায় পশ্চিমা বিশ্বের নেতাদের তীব্র সমালোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেন, যারা গণতন্ত্রের চেয়ে চক্রান্তকারীদের ভবিষ্যৎ নিয়ে বেশি উদ্বিগ্ন তারা তুরস্কের বন্ধু হতে পারে না।

শুক্রবার আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট ভবনে এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। ১৫ জুলাই অভ্যুত্থান চেষ্টার পর তুরস্ক সরকারের বিভিন্ন পদক্ষেপের যারা সমালোচনা করেছে তাদের উদ্দেশ্যে এরদোয়ান বলেন, ‘নিজের চরকায় তেল দিন।’

তিনি আরো বলেন, ‘সন্ত্রাসী হামলায় যখন পাঁচ-১০ জন লোক মারা যায় তখন আপনারা সারা বিশ্বে আগুন লাগিয়ে দেন। অথচ সব সময় গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থার রক্ষক এবং সাধারণ জনগণের ৫২ শতাংশের ভোটে নির্বাচিত তুর্কি রিপাবলিকের প্রেসিডেন্টের বিরুদ্ধে যখন অভ্যুত্থান চেষ্টা হয়, আপনারা সরকারের পক্ষে দাঁড়ানোর পরিবর্তে চক্রান্তকারীদের পক্ষে দাঁড়ান।’

তুরস্কে অভ্যুত্থান চেষ্টার পর থেকে এ পর্যন্ত সামরিক বাহিনী, বিচারক, আইনজীবী এবং বেসামরিক প্রশাসনের সদস্যসহ মোট ১৮ হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৮ হাজারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এছাড়া বেশকিছু গণমাধ্যমও বন্ধ করার নির্দেশ দিয়েছে তুরস্ক সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button