এবিএনএ : আজ শনিবার বেলা ১১টায় ধানমণ্ডির আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেবেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার রাতে গণভবনে দলের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মন্ত্রিসভায় রদবদল আনা হবে জানিয়ে তিনি বলেন, শিগগিরই মন্ত্রিসভায় রদবদল আনা হবে। কবে রদবদল আনা হবে জানতে চাইলে তিনি বলেন, এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার।
আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে সেতুমন্ত্রী বলেন, কমিটিতে বেশকিছু নতুন মুখ এসেছে। তৃণমূল থেকেও অনেককে আনা হয়েছে। নতুন যারা এসেছেন, তারা দক্ষ, যোগ্য, ও মেধাবী হওয়ার কারণেই কমিটিতে জায়গা করে নিয়েছেন। তিনি বলেন, আগামী ৬ নভেম্বর কার্যনির্বাহী সংসদ দলীয় সভাপতির নেতৃত্বে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন। আর ৮ নভেম্বর বিকেল ৪টায় গণভবনে হবে কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক।