এ বি এন এ : নারায়ণগঞ্জের রূপগঞ্জের পায়ুপথে বাতাস ঢুকিয়ে সাগর বর্মণ (১০) নামে এক শিশুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার দুপুর ১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুড়া এলাকার একটি সুতার কারখানায় এ ঘটনা ঘটে। সাগর নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার রাজিবপুর গ্রামের রতন বর্মণের ছেলে।
জানা গেছে, ১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুড়া এলাকার একটি সুতার কারখানার অন্য শ্রমিকরা একটি পাম্প থেকে সাগরের মলদ্বার দিয়ে বাতাস দিলে সে অসুস্থ হয়ে পড়ে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে কাঁচপুর শুভেচ্ছা ক্লিনিকে নেয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাগরের বাবা রতন বর্মণ বলেন, ‘রূপগঞ্জের যাত্রামুড়া এলাকার জোবেদা সাইজিং এন্ড স্পিনিং নামক একটি সুতার কারখানায় আমরা কাজ করি। সেখানে কাজ করার সময় প্রতিপক্ষের লোকজন আমার ছেলের পায়ুপথে মেশিন দিয়ে বাতাস প্রবেশ করায় তার মৃত্যু হয়। সাগর বর্মণ মৃত্যুর আগে জানিয়ে গেছে- তার পায়ুপথে বাতাস ঢুকানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে মেডিকেল অফিসার ডা. ফিরুজ বলেন, শিশুটির পেট অস্বাভাবিকভাবে ফোলা ছিল। পায়ুপথে বাতাস ঢোকার কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
গত বছরের ৪ অগাস্ট খুলনা নগরীর টুটপাড়া এলাকায় একটি মোটর গ্যারেজে মলদ্বারে পাইপের মাধ্যমে হাওয়া ঢুকিয়ে মো. রাকিব হাওলাদারকে হত্যা করা হয়। ওই ঘটনায় দুই জনের ফাঁসির রায় হয়েছে।