এ বি এন এ : ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিব উদ্দিনকে মারধর করেছে সরকার দলীর ক্যাডাররা।
শুক্রবার সকালে পরশুরাম চিথলিয়া স্কুল মাঠে প্রকাশ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউএনও রকিব উদ্দিনের কাছে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের পরশুরাম সফরের খরচ বাবদ টাকা দাবি করে স্থানীয় সরকারি দলের নেতারা। ইউএনও গত সাতদিন আগে পরশুরাম কমর্স্থলে যোগদান করায় তার কাছে এ ধরনের কোনো তহবিল না থাকায় টাকা দিতে তিনি অপরাগতা জানান। এ অবস্থায় সরকারি দলের স্থানীয় নেতারা চিথলিয়া স্কুল মাঠের হেলিপেডে ইউএনও রকিব উদ্দিনকে জনসম্মুখে মারধর করে। এতে তিনি মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক ইউএনওকে পরশুরাম স্থাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, ইউএনও’র মাথায় আঘাতের চিহ্ন আছে। তাকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছে।