নিউ জার্সিতে পুনরায় ভোট গণনার দাবি বাংলাদেশি কাউন্সিলম্যানের


এ বি এন এ : নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন শহরে পুনরায় ভোট গণনার দাবিতে আদালতে মামলা করেছেন এক বাংলাদেশি কাউন্সিলম্যান প্রার্থী।
শহরের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলম্যান আকতারুজ্জামান তাঁর প্রতিদ্বন্দ্বী বিজয়ী প্রার্থী শাহীন খালিকের বিজয় চ্যালেঞ্জ করে মামলাটি দায়ের করেন। গত ১৭ মে প্যাটারসন শহরের ২ নম্বর ওয়ার্ডের নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এ আসনে জয়ী হন আরেক বাংলাদেশি শাহীন খালিক।
নির্বাচনে ১৯ ভোটের ব্যবধানে পরাজিত হন আকতারুজ্জামান। আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর আদালতের শরণাপন্ন হন এ আসনের কাউন্সিলম্যান আকতারুজ্জামান। তিনি লড়ছিলেন পুনরায় জয়ী হওয়ার জন্য। মামলায় অভিযোগ করা হয়েছে ডাকযোগে প্রাপ্ত ভোটের বিরুদ্ধে। তার পরিমাণ এক হাজার ৯টি। সব ভোট যথাযথভাবে গণনা করা হয়েছে কিনা- সেটি নিশ্চিত হতে চান আকতারুজ্জামান।
প্যাসেইক কাউন্টি নির্বাচনী কর্মকর্তারা ভোট গণনার ফল সঠিকভাবে উপস্থাপন করেননি বলে মামলায় অভিযোগ করেছি। মামলার পরিপ্রেক্ষিতে বিজয়ী শাহীন খালিক বলেন, “ক্ষমতা ধরে রাখার অভিপ্রায়ে আকতারুজ্জামান এ মামলা দায়ের করেছেন। আমি দায়িত্ব গ্রহণে সক্ষম না হওয়ার অর্থ হচ্ছে তিনি দায়িত্ব চালিয়ে যাবেন। খালিক পেয়েছেন ১৪০০ ভোট আর আকতারুজ্জামান পেয়েছেন ১৩৮১ ভোট। ডাকযোগে প্রাপ্ত ভোট নিয়ে খালিক কেলেঙ্কারি করেছেন বলে ওই আসনের অপর প্রার্থী আখতারুজ্জামান অভিযোগ করেন।”