সন্তানকে নিয়ে প্রকাশ্যে সাইফিনা

এবিএনএ : গত ২০শে ডিসেম্বর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে জন্মের পর থেকেই বেশ কয়েকটি ভুয়া ছবি প্রকাশ হয় বলিউড তারকা সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের প্রথম সন্তান তৈমুর আলী খান পতৌদির। এ নিয়ে সামাজিক মাধ্যমে অনেক তর্ক-বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাইফ-কারিনা প্রকাশ্যে এলেন তৈমুরকে নিয়ে। বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার পথে ব্রিচ ক্যান্ডি হাসপাতালের লবিতে বাবার কোলে দেখা যায় হালকা নীল তোয়ালেতে মোড়ানো ছোট্ট তৈমুরকে। পাশে দাঁড়িয়ে ফ্যানদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায় বেবোকে। ফ্লাইং কিসও ছুড়ে দেন ক্যামেরা লক্ষ্য করে। এর আগে হাসপাতালের বেডে করিনার সঙ্গে ছোট্ট তৈমুরের একাধিক ছবি ভাইরাল হয়েছিল। এদিনও হাসপাতালেই সাইফ ও কারিনার সঙ্গে তৈমুরের আরো একটি ছবি সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে মায়ের সঙ্গে বিছানায় শুয়ে আছে নবজাতক আর চিকিৎসকের পোশাক পরা সাইফ চুমু খেতে যাচ্ছেন করিনার কপালে। কিন্তু ওয়েব দুনিয়ার এই ছবিগুলো আদৌ তৈমুরেরই ছবি কি না তা জানা যায়নি। শুধু তাই নয়, নবাব পরিবার থেকেও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি।
Share this content: