এবিএনএ : ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাবো থানার দড়িকান্দি বাজারে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১১জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই শিশু ও চারজন মহিলা রয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।
রবিবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহতরা হলেন, কিশোরগঞ্জের নিকলী থানার ছাতীর চর গ্রামের ফালু মিয়ার ছেলে মানিক মিয়া (৪৫), তার স্ত্রী মাফিয়া (৩৫) ও ছেলে অন্তর (৮)। একই এলাকার বদু মিয়ার ছেলে হাসান মিয়া (৩০), শব্দর আলীর ছেলে হীরা (৩২), জান্নান (৩৮)। বাকি পাঁচজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি মাইক্রোবাসের সঙ্গে হবিগঞ্জ থেকে ঢাকাগামী অগ্রদূত পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। বেলাবো থানার ওসি (তদন্ত) অারিফুর রহমান ১১জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।