এ বি এন এ : নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, বাংলাদেশে জঙ্গিদের নির্মূল করতে বিদেশীদের সহযোগিতার প্রয়োজন নেই। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেখানেই জঙ্গিদের পাচ্ছে, সেখানেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। আজ বুধবার বিকেলে মাদারীপুরের চরমুগরিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি একথা বলেন।
নৌমন্ত্রী বলেন, দেশের যেখানে জঙ্গি কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, সেখানেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কার্যকলাপ শুরুর আগেই ধ্বংস করছে। জঙ্গিদের যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদের প্রতিহত করা হবে। বাংলাদেশের সব মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বত্রই সোচ্চার রয়েছে। তাই জঙ্গিরা এখন মাথা গোজার স্থান পাচ্ছে না।
এ সময় এলজিইডি’র ঢাকা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম শাহাদাত হোসেন, মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।