
এবিএনএ : মৎস্যসহ সামুদ্রিক সম্পদ আহরণে শ্রীলঙ্কার অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানোর প্রয়োজনীয়তার কথা বললেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার এইচ ই যশোজা গুণাসেকেরার সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন তিনি।
ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশে এখন বিশাল সমুদ্রসীমা রয়েছে। মৎস্যসম্পদ ছাড়াও অন্যান্য সামুদ্রিক সম্পদে ভরপুর বাংলাদেশ। এ সম্পদ সঠিকভাবে আহরণ করতে পারলে বাংলাদেশে শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে। জাতীয় অর্থনীতি আরও গতিশীল হবে। মৎস্য ও অন্যান্য সামুদ্রিক সম্পদ আহরণে শ্রীলঙ্কার অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ দক্ষতা কাজে লাগাতে পারলে এ সম্পদ আহরণ আরও সহজ হবে।
ডেপুটি স্পিকারের এ বক্তব্যকে স্বাগত জানান শ্রীলঙ্কার হাইকমিশনার। শ্রীলঙ্কা-বাংলাদেশ পার্লামেন্টারি গ্রুপ প্রতিষ্ঠা করতে বাংলাদেশের সংসদকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তিনি।
প্রসঙ্গত, এ বছরের জুন মাসে শ্রীলঙ্কা পার্লামেন্টের স্পিকার বাংলাদেশ সফরের সময় এই গ্রুপ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন।
হাইকমিশনারের প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, এ ধরনের একটি পার্লামেন্টারি গ্রুপ প্রতিষ্ঠা হলে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি আরও মজবুত হবে। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডেপুটি স্পিকার বাংলাদেশের ওষুধপণ্য আরও বেশি পরিমাণ আমদানি করতে শ্রীলঙ্কার প্রতি আহ্বান জানান।
Share this content: