বিনোদন

পরীর নাচে রেকর্ড!

এ বি এন এ : নাচে গানে চিত্রনায়িকা পরীমনি হয়ে উঠেছেন ‘ডানা কাটা পরী’! ‘রক্ত’ ছবির এই গানে বাজিমাত করেছেন তিনি। রীতিমতো রেকর্ড গড়েছে এটি। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানায়, ইউটিউবে মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় গানটি দেখা হয়েছে ৩ লাখ ৪০ হাজার বার! তাদের দাবি, এর আগে দেশীয় ছবির কোনো গানের বেলায় এমন হয়নি।

‘শিকারি’র ‘আর কোনো কথা’, ‘বাদশা’র ‘ধ্যাত্তিরিকি’ কিংবা ‘অগ্নি টু’র ‘ম্যাজিক মামুনি’ গানগুলো জনপ্রিয়তা পেলেও একদিনে এতোবার দেখা হয়নি। এদিক দিয়ে পরীমনির ‘পরী’ গানটিই আছে এগিয়ে।

অ্যাকশন-নির্ভর ছবিটির মাধ্যমে নতুন লুকে পর্দায় হাজির হচ্ছেন পরী। এরই মধ্যে টিজারে নজর কেড়েছেন তিনি। প্রথম গানেও প্রশংসা পাচ্ছেন আলোচিত এই নায়িকা।

তবে ‘পরী’ গানটি সানি লিওন অভিনীত ‘ম্যায় সুপার গার্ল ফ্রম চায়না’র সঙ্গে অনেকাংশে মিলে যায়। গানের সুর ও নাচের মুদ্রা মিলে যাওয়ায় এ নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। তবে দুটি গানের গায়িকা একজনই- ভারতের কনিকা কাপুর।

এদিকে ঈদুল আজহায় মুক্তি দেওয়ার উদ্দেশে কাজ শুরু করলেও শেষ পর্যন্ত যৌথ প্রযোজনায় নির্মিত ‘রক্ত’ আসছে না। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত অন্য কোনো ছবি লড়বে শাকিব খানের ‘বসগিরি’র সঙ্গে।

* ‘পরী’ গানের ভিডিও :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button