লিড নিউজশিক্ষা

তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকছে না

এবিএনএ: শিশু শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত সব ধরনের পরীক্ষা তুলে দেওয়া হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. গিয়াস উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শিশুদের ওপর থেকে পরীক্ষার চাপ কমাতে আগামী শিক্ষাবর্ষ থেকেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে সব ধরনের পরীক্ষা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগে থেকেই আমাদের পরিকল্পনা ছিল, তৃতীয় শ্রেণি পর্যন্ত আনুষ্ঠানিক পরীক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মূল্যায়নের মাধ্যমেই উত্তীর্ণ করা হবে। তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকছে না।
তবে চতুর্থ শ্রেণির পরীক্ষা আগের মতোই আয়োজন করা হবে। পঞ্চম শ্রেণিতে সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষা হবে বলে তিনি জানান।
গিয়াস উদ্দিন আহমেদ বলেন, অংশীজনের মতামতের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে এবং প্রধানমন্ত্রীর সম্মতির পর তা দ্রুত বাস্তবায়ন করা হবে।

Share this content:

Back to top button