খেলাধুলা

তিনমাসের জন্য মাঠের বাইরে মেসি

এ বি এন এ : কিছুদিন আগেই কুঁচকির চোটে খেলতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। বার্সেলোনায় ফিরেই লিওনেল মেসি খেলছিলেন স্বরুপে। দকে দই ম্যাচ পরেই আবার সেই ইনজুরি। পুরনো সেই কুঁচকির চোটই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বাধ্য করেছে মাঠ ছাড়তে।
এবার তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার।
বুধবার অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তখন ৫৭ মিনিটের খেলা চলছিল। ডিয়েগো গোদিনের সঙ্গে বল কাড়াকাড়ি করে জিতলেনও, তবে হার মানলেন চোটের কাছে। ইঙ্গিতটা তখনই দিয়েছিলেন ডাগ আউটে, মিনিট খানেক পর দলের সেরা অস্ত্রকে উঠিয়েও নেন বার্সা কোচ লুই এনরিকে। ঘরের মাঠে অ্যাতলেতিকোর বিপক্ষে ড্র করার হতাশাটা আরও চেপে ধরেছে মেসির চোটে।
চলতি মৌসুম শুরুর পর এ নিয়ে তৃতীয়বার চোটে পড়লেন তিনি। এই সময়ে মেসি খেলতে পারবেন না বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখেরম বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচ। খেলা হবে না তার লা লিগায় স্পোর্টি গিজন ও সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ দুটিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button