এবিএনএ : চট্টগ্রামে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) যৌথ সীমান্ত সম্মেলনে রাঙামাটি-উত্তর ত্রিপুরা, মৌলভীবাজার-উনকোটি ধলাই এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা-ধলাই সীমান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে নগরীর স্টেশন রোডের মোটেল সৈকতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদারসহ অন্যরা।
বাংলাদেশ-ভারত ডিসি ও ডিএম পর্যায়ে ৪ নম্বর ক্লাস্টারে বাংলাদেশ অংশে রয়েছে রাঙামাটি পার্বত্য জেলা, খাগড়াছড়ি পার্বত্য জেলা ও মৌলভীবাজার জেলা এবং ভারতের অংশে রয়েছে উত্তর ত্রিপুরা, উনকোটি ও ধলই জেলা।
যৌথ সীমান্ত সম্মেলন ২০১৬ এর ৪ নম্বর ক্লাস্টারে অন্তর্ভুক্ত ভারতের উল্লিখিত তিনটি জেলার জেলা ম্যাজিস্ট্রেটগণ এবং বাংলাদেশের সংশ্লিষ্ট তিনটি জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ ১২ সদস্য সম্মেলনে অংশ নেন।
এ যৌথ সীমান্ত সম্মেলনে দু’দেশের ভূমি বিরোধ নিষ্পত্তি, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, মাদক চোরাচালান প্রতিরোধ, সীমান্ত হাট ব্যবস্থাপনা, শুল্ক বন্দর, আমদানি-রপ্তানি, সীমান্ত নির্ধারণকারী নদী ব্যবস্থাপনা, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, সীমান্তে পিলার-কাঁটাতারের বেড়া নির্মাণ, অস্ত্র ও মানবপাচাররোধ, সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা হয়।