জাতীয়বাংলাদেশলিড নিউজ

ঢাকায় সড়কে যানজট, ভোগান্তিতে মানুষ

এ বি এন এ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কিছুক্ষণের মধ্যে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। নিউইয়র্ক থেকে তাঁকে বহন করা এমিরেটস এয়ারলাইসের উড়োজাহাজটি সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা। দেশে ফেরা ও জাতিসংঘের দুটি পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের গণসংবর্ধনায় যোগ দিতে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের এক পাশে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। রাজধানীর ব্যস্ততম এই সড়কের অনেকাংশ দখল করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকদের অবস্থান নেওয়ায় ঢাকার বিভিন্ন স্থানে যানজট দেখা দিয়েছে। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে।

জাতিসংঘের ৭১ তম অধিবেশনে যোগদান ও কানাডা সফর শেষে আজ শুক্রবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে নারীর ক্ষমতায়ন ও এজেন্ট অব চেঞ্জ পুরস্কারে ভূষিত হন তিনি। এ কারণে আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁকে গণসংবর্ধনা দেওয়া হচ্ছে।

বিমানবন্দর সড়কে হাজার হাজার মানুষের উপস্থিতি, সড়কের মধ্যে দাঁড়িয়ে পড়া, সড়কে ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করার কারণে বিমানবন্দর থেকে গণভবন আসার সড়কে যান চলাচল সীমিত হয়ে পড়ে। গাড়িগুলোকে ধীর গতিতে একটি, কখনো বা দুটি লেনে চলতে হয়েছে। ফলে টঙ্গী পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। অন্যদিকে বিপরীত পা​শের সড়কের বিজয় সরণি থেকে মৎ​স্য ভবন পর্যন্ত যানজট তৈরি হ​য়। বিমানবন্দর মোড় ধীর গতিতে পার হওয়ার কারণে যানজট নিকুঞ্জ পর্যন্ত দেখা যায়। তা ছাড়া মানিক মিয়া অ্যাভিনিউয়ের এক পাশে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

যানজটের কারণে বিমানবন্দর মোড় থেকে গাড়ি উত্তরার দিকে যেতে বাধা পাওয়ায় মোড় থেকে টঙ্গী গামী মানুষ কোনো পরিবহন পাচ্ছিলেন না। অন্যদিকে বিজয়সরনি থেকে শাহবাগগামী মানুষকেও একই সমস্যায় পড়তে হয়েছে। অনেককেই পরিবহন না পেয়ে পায়ে হেঁটে আবার যানজটে বসে না থেকে গাড়ি থেকে নেমেই গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা গেছে।

Share this content:

Related Articles

Back to top button