এবিএনএ : ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের ১৬ অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল অভিবাসন প্রশ্নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের নিন্দা জানিয়ে একে ‘অগণতান্ত্রিক’ উল্লেখ করেছেন। একইসঙ্গে তারা ট্রাম্পের এ আদেশের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।
নতুন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে সাতটি মুসলিম দেশের ভ্রমণকারী ও শরণার্থীদের প্রবেশ নিষিদ্ধ করার দুই দিন পর স্থানীয় সময় রবিবার ১৬ রাজ্যের অ্যাটর্নি জেনারেলগণ নির্বাহী আদেশের বিরোধিতা করে যৌথ এ বিবৃতি দেন। অ্যাটর্নি জেনারেলদের সবাই ডেমোক্রেট এবং ১৬ অঙ্গরাজ্যে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ বসবাস করেন। বিবৃতিতে বলা হয়, ‘আমাদের রাজ্যগুলোতে ১৩ কোটি আমেরিকান ও বিদেশি বাসিন্দাদের প্রধান আইন কর্মকর্তা হিসেবে আমরা ট্রাম্পের অ-গণতান্ত্রিক, অ-আমেরিকান ও আইন বহির্ভূত নির্বাহী আদেশের নিন্দা জানাচ্ছি।’
কেন্দ্রীয় সরকার যাতে সংবিধান মেনে চলে, অভিবাসীদের দেশ হিসেবে আমাদের ইতিহাসের প্রতি সম্মান দেখায় এবং দেশ ও ধর্ম বিশ্বাসের কারণে কাউকে আইন বহির্ভূতভাবে লক্ষ্যে পরিণত করতে না পারে তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। বিভিন্ন কেন্দ্রীয় আদালত ইতোমধ্যে ট্রাম্পের আদেশের অংশবিশেষ বাতিল করেছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেলগণ বলেন, তারা অসাংবিধানিক আদেশের বিরুদ্ধে যুদ্ধ এবং দেশের জাতীয় নিরাপত্তা ও মূল্যবোধের সুরক্ষা করতে সব ধরণের প্রক্রিয়া ব্যবহার করবেন।
তারা পূর্বাভাস দিয়েছেন, আদালত আদেশের বিরুদ্ধে পুরোপুরি নিষেধাজ্ঞা দেবে। ইলিনয়ের অ্যাটর্নি জেনারেল লিসা মাদিগানের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, এই সময়ের মধ্যে বিশৃঙ্খল এ পরিস্থিতির কবল থেকে যতজন সম্ভব লোককে বাঁচানোর লক্ষ্যে তারা কাজ করতে অঙ্গীকারবদ্ধ। লিসা মাদিগান ছাড়া বিবৃতি দাতাদের মধ্যে ক্যালিফোর্নিয়া, কানেকটিকাট, ডিসট্রিক্ট অব কলম্বিয়া, হাওয়াই, আইওয়া, মেইন, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক, অরিগন, পেনসিলভানিয়া, ভারমন্ট, ভার্জিনিয়া ও ওয়াশিংটন রাজ্যের অ্যাটর্নি জেনারেলগণ রয়েছেন।