এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির প্রথম বলি হলেন অলিভাস ভালেন্সিয়া (৪৪) নামে মেক্সিকান এক নাগরিক। যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার হওয়ায় আজ বুধবার সেতু থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন তিনি। মঙ্গলবার তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়।
কর্তৃপক্ষ জানায়, সিনালোয়া অঙ্গরাজ্যের বাসিন্দা গুয়াদালূপে অলিভাস ভালেন্সিয়া সেতু থেকে ৩০ মিটার নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। সেতুটি থেকে যুক্তরাষ্ট্রের সীমান্ত দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তৃতীয়বারের মতো মেক্সিকোয় পাঠিয়ে দেয়ার পর লোকটি নিদারুণ মানসিক যন্ত্রণায় ছিলেন। যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের সময় তার হাতে শুধু একটি প্লাস্টিকের ব্যাগ ছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক লাখ অবৈধ অভিবাসীকে বহিষ্কারের অঙ্গীকার করার পর যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের মারাত্মক দুর্দশা শুরু হয়।