

এবিএনএ : তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত তথ্য সচিব হিসেবে নাসির উদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানিয়েছে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন।
রোববার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সদস্যরা তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।
এ সময় তারা সচিবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন সভাপতি ও প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, মহাসচিব ও তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার ফায়জুল হকসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার কামরুন নাহারের নেতৃত্বে তথ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তথ্য সচিবেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।