এ বি এন এ : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, যারা জাতীয় পার্টি থেকে চলে গেছেন তাদের জন্য আমাদের দলের দরজা খোলা রয়েছে। ফিরে আসুন। আমরা আপনাদের সাদরে গ্রহণ করবো।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ প্রাঙ্গণে অনুষ্ঠিত দলের অষ্টম জাতীয় কাউন্সিলে এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জীবনের শেষ প্রান্তে এসে পার্টিকে ঐক্যবদ্ধ দেখতে চাই। এতো ঘাত-প্রতিঘাতের পরেও সমাবেশে এতো লোকের সমাগম প্রমাণ করেছে জাতীয় পার্টি ছিল, আছে, থাকবে। পার্টিকে যদি তোমরা ঐক্যবদ্ধ করতে পারো তাহলে আমাদের বিজয় কেউ ঠোকাতে পারবে না।
এরশাদ বলেন, প্রতিহিংসার রাজনীতি এখনও চলছে। এটা বন্ধ করতে হবে। এর জন্য নির্বাচন পদ্ধতিতে সংস্কার প্রয়োজন।
তিনি বলেন, প্রত্যেকটি দল তিনশো আসনে প্রার্থী দেবে। ভোটের হার অনুযায়ী আসন নির্ধারণ হবে। নির্বাচন পদ্ধতিতে সংস্কার হলে প্রতিহিংসার রাজনীতি থাকবে না, দেশে শান্তি ফিরে আসবে। আমরা রাজনীতি করি শান্তির জন্য।