এ বি এন এ : লন্ডন অলিম্পিকের সাফল্যের পুনরাবৃত্তি রিও দে জেনেইরোতেও করল যুক্তরাষ্ট্রের মেয়েরা। এবার রাশিয়াকে পেছনে ফেলে দলগত সোনার পদক জিতেছে তারা।
যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টরা চারটি অ্যাপার্যাটাস মিলিয়ে ১৮৪.৮৯৭ পয়েন্ট পায়। রাশিয়া ১৭৬.৬৮৮ পয়েন্ট নিয়ে রুপা এবং চীন (১৭৬.০০৩) ব্রোঞ্জ পেয়েছে।যুক্তরাষ্ট্রের সাফল্যে দারুণ আলো ছড়িয়েছেন সিমোন বাইলস। ফ্লোর ইভেন্টে ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বা নৃত্যের আদলে পারফর্ম করে মুগ্ধতা ছড়ান তিনি।