এ বি এন এ : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান। মঙ্গলবার পৌনে একটার দিকে তিনি কারাগার থেকে বের হন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার নাশির আহমেদ জানান, সোমবার রাতে সাংবাদিক শফিক রেহমানের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। মঙ্গলবার সকালে তা যাচাই-বাছাই শেষে দুপুরে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় সাংবাদিক শফিক রেহমানকে গত ৩১ আগস্ট শর্তসাপেক্ষে তিনমাসের জামিন দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।