এ বি এন এ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের রায় নিয়ে সরকার ক্ষমতায় আসেনি। জোর করে তারা ক্ষমতা দখল করে রেখেছে। নির্বাচনের নামে তারা ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি বানিয়েছে।
শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজী বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল শেষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকার দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করছে। ব্যাংকে লুটপাট অব্যাহত রেখেছে। সাগর-রুনিসহ ২৯ জন সাংবাদিক হত্যার বিচার এখনো হয়নি। সাংবাদিকদের লেখার স্বাধীনতা সরকার কব্জায় নিয়েছে।
মির্জা ফখরুল বলেন, সরকার ভারতের স্বার্থে সুন্দরবনে কয়লা দিয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। ফলে নদী মাছ শূন্য ও দক্ষিণাঞ্চল মরুভূমিতে পরিণত হবে। দেশের স্বার্থ রক্ষায় সরকার জনগণের দাবির প্রতি কর্ণপাত করছে না।
জাতীয় পার্টির (জাফর) কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি এয়ার আহমেদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপার (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, জাগপা’র চেয়ারম্যান শফিউল আলম প্রধান, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি কর্নেল (অব.) আনোয়ারুল আজিম, সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়া, জাপার (জাফর) প্রেসিডিয়াম সদস্য এসএস এম আলম, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, বিএনপি নেতা কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু প্রমুখ।